ভালোবাসা শুধু কাঁদায়


কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা শত চাইলেও কারো আপন হতে পারে না। এদেরকে কেউ ভালোবাসার চোখে দেখতেও পারে না ……… . এরা ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসা পায় না। ভাগ্যও উপহাস করে তাদের সাথে। সবাই তাদের সাথে প্রতারণা করে তখন তারা মনে করে এই পৃথিবীতে তাদের জন্ম হয়েছে শুধু কষ্ট পাবার জন্যই, ভালবাসার জন্য না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপেক্ষা (একটি ভালোবাসার গল্প ১ )

মেয়েদের প্রপোজ করার নতুন স্টাইল ১০০% কাজ করবে

অসমাপ্ত ভালবাসা | ভালোবাসার গল্প-২