অন্ধকার জীবন

অন্ধকার... চারিদিক অন্ধকার...
                    আর
তার মাঝখানে বসে আমি।
খুজে বেড়াই একটু আলোর দিশা,
দেশলাই জ্বালিয়ে খুঁজে ছলি একটা মোমবাতি...
কিন্তু খোঁজাটাই সাঁর!!!!!!!!!!!!!!!!!!


পেলাম না কিছুই....................................।।

বসে রয়েছি সেই অন্ধকারেই,

একাকিকত্ব গ্রাস করেছে আমায়,

তবুও আমি আছি,
একাই............।।


কেউ নেই, জেদিকেয় তাকাই চারপাশে
শুধু অন্ধকার আর অন্ধকার...
অন্ধকারে নিস্তব্ধতায় ডুবে আমি
যেন  অন্য এক পৃথিবীর বাসিন্দা হয়ে গেছি।
একটুকু আলোর অপেক্ষায়,
আমি আজও দিন গুনি,
যদি কেউ আসে, আমার এই পৃথিবীতে!!!!!!!!
আসবে কি????? জানিনা। উত্তর তো আমার কাছে নেই।
উত্তর তা না হয় ভবিষ্যৎ ই দেবে............।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপেক্ষা (একটি ভালোবাসার গল্প ১ )

মেয়েদের প্রপোজ করার নতুন স্টাইল ১০০% কাজ করবে

অসমাপ্ত ভালবাসা | ভালোবাসার গল্প-২